আমার যখন নিজেকে এলিয়েন মনে হয়।

avatar
(Edited)

অনেক অনেক দিন আগের কথা,
শুনেছিলাম পৃথিবী নামক গ্রহে এক মহামারী এর শুরু হয়েছিল। লাখে লাখে মানুষ মারা যাচ্ছিল। তাদের কি করুন কষ্ট। হাজারে হাজারে শেয়ার হতো সেই খবরগুলো। এই বুঝি মানবসভ্যতার শেষ। সর্ম্পূন শেষ না তবে নিজেকে এইরকম পরিস্থিতির মধ্যে থেকে বাচিয়ে রাখার কতো কি সচেতনতা। সবার মাঝে এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতি গভীর চিন্তার ছাপ। থেমে যাওয়া জীবন। চারদিকে হাহাকার। মৃত্যুর মিছিল দেখে কার মন শঙ্কিত হয়ে উঠেনি। এই বুঝি আমার পালা, এই বুঝি আমার পরিবার, আত্মীয় - স্বজন, পাড়া-প্রতিবেশী। চার দেয়ালের মাঝে বন্ধি জীবন।

ধীরে ধীরে অব্যস্ত হয়ে গেল সবাই পরিস্থিতির সাথে। এত দিন কিছু হয়নি তার মানে আগেও কিছু হবেনা। আমি বেচে গেছি,আমি খুবই স্ট্রং। আসলেই কি তাই? করোনা কি চলে গেছে? না, যায়নি। প্রতিদিন ইতো আক্রন্ত হচ্ছে মারাও যাচ্ছে। আসলে এখন আরো কারো গায়ে লাগেনা, মারা তো যাচ্ছেই,যাবেই যাক না সমস্যা কি। হবে হবে,সমস্যা হনে তখন ই যখন নিজের পরিবার বা কাছের কাওকে নিয়ে যাবে। তখন নড়েচড়ে বসবেন, কিছুই করার থাকবে নাহ।

আসলে বিষয়টা কি এখন বের হলে কাওকেই আর আগের মতো সচেতন দেখা যায়না। মাস্ক নিয়ে বের হয় অনেকে ঠিকি বাট কয়জনে পড়ে? পকেটে আছে মানে করোনা আসবে নাহ এতেই হবে, বাস! আমি এতটা বের হয়না বাসা থেকে বের হলেও যথাসম্ভব মাস্ক নিয়েই বের হয় তখন চারদিকের মানুষকে দেখে মনে হয় করোনা কি শুধুই আমার জন্য নাকি। নিজেরে তখন অন্য দুনিয়ায় মানুষ লাগে। সত্যি আমি ১০০ জন মানুষকে আমার সামনে দিয়ে যেতে দেখলে তার মধ্যে মেবি ৯০% লোকজনই মাস্ক ছাড়া।

IMG_20200918_17200401.jpeg

সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি হলো ওইদিনে মসজিদে, নামাজে গেলাম হাতে গুনা কয়েকজন মাস্ক পড়ে আসলো বাকি সবাই মাস্ক নেই, নেই ব্যাক্তিগত নামাজের জন্য ব্যবস্থা। আমি মাস্ক পড়ে আছি কয়েকজন মাস্ক পড়ে আছে। আমি তখন তাকিয়ে ভাবছি সে হয়তো বলছে-
"গাধাটা এখনো মাস্ক লাগিয়ে ঘুড়েছে কেন,করোনা তো নাই।"
আমিও অন্যদিকে তাকিয়ে গেলাম। আমি হয়তো শুনেছিলাম একটা বদ্ধ এয়ার-কন্ডিশনার পূর্ন ঘরে একজন ও যদি করোনা রোগি থাকে তাহলে সবাই আক্রান্ত হবে যাদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেয়। তো আমি বরাবরই তা পালন করার চেষ্টা করি। কারণ আমি আমার পরিবার নিয়ে চিন্তিত আমার নিজের থেকেও বেশি।

এরকম অনেক গনজামায়েত পূর্ন জায়গায় ই এখন দেখা যায় সচেতনার খুব অভাব। আর যার ফলে নিজেও পর্যাপ্ত ব্যবস্থা নিলেও তাদের চাহনি দেখলে মনে হয় বড়ই অসামঞ্জস্যপূর্ণ একটি কাজ করে ফেলেছি।নিজেকে তখন ভীন গ্রহের প্রাণী মনে হয় যা অন্য এক জায়গায় এসে পড়েছে এখন খাপ-খাইয়ে নিতে পারতেছে নাহ। নাকি এমনটা যে করোনা চলে গিয়েছে, পরিস্থিতিও সব ঠিকঠাক আছে শুধু আমিই পড়ে আছি ভুল ধারনা নিয়ে। তাহলে ত আরেক বিপদ সমস্ত লিখাটি ই বৃথা। হায়! হায়!



0
0
0.000
1 comments