A sleepless night - একটি বিনিদ্র রজনী!

avatar
(Edited)

রাত দশটা ঘুমানোর কথা ভাবলাম।কিন্তু হাতে অ্যান্ড্রয়েড ফোন।অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেটের এই যুগে ঘুমানোর কথা ভাবলেই কি ঘুমানো যায়, না যায় না।ইদানিং আবার আমার রাত জেগে ইউটিউবে একটি সিরিয়াল দেখার অভ্যাস হয়েছে।তাই ভাবলাম কিছুক্ষণ সিরিয়ালটা দেখি।এর পর সিরিয়ালটা দেখতে দেখতে কখন যে রাত বারোটা বেজে গেল টেরই পেলাম না।তখনো চোখে ঘুম নেই তাই সিরিয়ালটা দেখেই চলেছি।এরপর রাত একটা ঘুমানোর এক জোর প্রস্তুতি নিলাম।
alley-89197_1280.jpg
Source

কারণ নিদ্রা ছাড়া শরীর অচল।রাতে ঠিকঠাক মতো কিছুক্ষণ ঘুমাতে না পারলে পরের দিন কোন কাজই করতে পারবোনা।নিদ্রা স্বচ্ছন্দ জীবনের উপশমক।নিদ্রা মানুষকে সজীব ও সক্রিয় রাখে এটি ক্লান্তি ও একঘেয়েমি দূর করে।ঘুমের সময় আমরা বিশ্রাম নিতে পারি এবং ঘুম থেকে উঠে কাজ করতে পারি।তাই সিরিয়াল দেখা শেষ করে রাত একটায় ঘুমের জোর প্রস্তুতি নিলাম।

শুয়ে পড়লাম বিছানায়, শুয়ে এদিক হচ্ছি ওদিক হচ্ছি কিন্তু চোখে ঘুম নেই।ধীরে ধীরে রাত আরো বাড়তে লাগলো।মনে হচ্ছিল এক অপ্রত্যাশিত রজনী আমাকে গ্রাস করেছে।ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দুইটা চোখে কোন ঝিমুনির ভাবও নেই।শুয়ে থাকতেও ভালো লাগছে না।বিনিদ্র এই রজনীতে বিভিন্ন চিন্তা মনে হয় আমাকে ঘিরে ফেলেছে।বিনিদ্র রজনী সত্যিই ভয়াবহ হয়।এটি মানুষকে মানসিক চাপে রাখে।এটি আমাদের নৈতিক দৃঢ়তা ক্ষয় করে।নিদ্রাহীন রাত কাটানো সত্যিই অসহনীয়।

A sleepless night is really unbearable.It decays mental stamina and power.It bears horrified experiences.

ঘুম আসছে না রাত ক্রমেই বেড়ে চলেছে।নিজেকে একা মনে হচ্ছে ভিতরে অস্থিরতা ভাব ও দিশেহারা লাগছে।থেকে থেকে কুচিন্তা ও বিচারবুদ্ধি আমাকে গ্রাস করে ফেলছে।এছাড়া মনে হচ্ছে কোন এক চিন্তা আমার বিচারবুদ্ধিকে আরো বেশি গ্রাস করে ফেলছে।রুমে ভালো লাগছে না চলে গেলাম বারান্দায়।চারদিকে তাকিয়ে দেখি ঘন অন্ধকার থমথমে এক পরিবেশ বিরাজমান।মনে হচ্ছে চারিদিকে এক অজানা শক্তির আগমন ঘটেছে।চারিদিকে তাকিয়ে দেখি অন্যরা ঘুমের রাজত্ব চলে গেছে।শুধু আমার চোখ থেকে মনে হয় কেউ নিদ্রালুভাব কেড়ে নিয়ে গেছে।আমার চোখ মিটমিট করছে, যেন রাত কাটছে আর আমি করুন হয়ে জন্ম নিয়েছি।

মাঝে মাঝে কুকুরের আর্তচিৎকার কানে ভেসে আসছে।অথচ কয়েক ঘণ্টা আগেও এখানে কত উশৃংখল পরিবেশ ছিল ছেলে-মেয়েদের আনাগোনা ছিল, ছোট ছোট বাচ্চাদের দুষ্টুমি ছিল।নিদ্রাহীন রাত মানেই আসলে একটি অন্য জগৎ।মুহূর্তেই কিছু বন্ধুদের কথা মনে হলো।কিছু বন্ধু আছে চিন্তায় পড়লে ঠোঁটের কোণায় সিগারেট ধরায়।সিগারেট খেলে নাকি তাদের চিন্তা দূর হয়ে যায় আমি সেই কথাগুলো ভাবছিলাম। কিন্তু আমার তো সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে উঠেনি।এছাড়া আমি ধুমপানের বিরুদ্ধে।কখন যে কি চিন্তা করতেছি নিজেও জানিনা মধ্যরাত পার হয়ে শেষ রাত চলে আসতেছে।

আবার উন্মত্ত হয়ে শয়নকক্ষে চলে আসলাম শয়নকক্ষ আমার কাছে প্রকোষ্ঠ বলে মনে হচ্ছে।মনে হচ্ছে বালিশ, বিছানা ও অন্যান্য জিনিস আমার সাথে বিদ্রুপ করছে।এই অবস্থায় মনে হয় অনেকেই আত্মহত্যার চিন্তা করতে বাধ্য হয়।আমার মতো আরো কতজনের জীবনে যে এরকম নিদ্রাহীন রাত আসে তা অজানা।আরো কত কে যে এরকম নিদ্রাহীন রাতের বাস্তব বেড়াজালে আটকে আছে।যাই হোক ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ৩ টা ৩০ মিনিট।এরপর মনে সাহস নিয়ে চোখের সামনে থেকে সকল বাজে চিন্তার পর্দা সরিয়ে ফেললাম।মুহূর্তেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চিন্তা করলাম।যেহেতু ঘুম আসছে না তাই কিছু কাজ করার চিন্তা করলাম।বসে পড়লাম কিছু লিখতে।

ভাবলাম রাতের এই অভিজ্ঞতাই আজকে লিখে ফেলি।ভাবলাম বিনিদ্র রজনীর এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব।এরপর বিনিদ্র রজনীর এই অভিজ্ঞতা লিখতে লিখতে প্রায় ভোররাত।লেখা শেষে চোখের কোনে একটু ঘুম চলে আসলো।এবং সকালে উঠে বুঝতে পারলাম নিদ্রাহীন রাত সত্যিই ভয়ঙ্কর ও লোমহর্ষক।

বন্ধুরা এই ছিল আমার সাথে ঘটে যাওয়া গত নিদ্রাহীন একটি রাতের গল্প।নিদ্রাহীন রাতের সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো তাই এখানে শেয়ার করলাম।এ ব্যাপারে কারো মতামত কিংবা নিদ্রাহীন রাতের কারো অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখতে পারেন।আপনাদের দিনের শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

@mdaminulislam



0
0
0.000